10-Aug-2017 663
৩৪ বছর পর স্পেনের বাইরে এল ক্লাসিকো
Published On : 30-Jul-2017 501 প্রকাশক : Nabid Kauser Moon
এল ক্লাসিকো! শুধু উত্তেজনার বারুদে ঠাসা বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথ নয় এটি। দুই ক্লাবের সমর্থকদের কাছে এটা ফুটবলের চেয়েও বেশি কিছু। যদিও ফ্লোরিডায় বাংলাদেশ সময় রবিবার ভোরে হতে যাওয়া এল ক্লাসিকোটা স্রেফ একটা প্রীতি ম্যাচ।
তবুও রিয়াল-বার্সা ম্যাচ বলে কথা। এই ম্যাচ নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। গ্যালারির টিকিট তো বিক্রি হয়ে গেছে অনেক