10-Aug-2017 697
আরও ২ হজ ফ্লাইট বাতিল
Published On : 10-Aug-2017 511 প্রকাশক : Kausaruzzam Murad
ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দু'টি হজ ফ্লাইট বাতিল করা হয়েচে। বৃহস্পতিবারের এই দুটি নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়ালো ২৫।
এর মধ্যে ২১টিই বাংলাদেশ এয়ারলাইন্সের।
বিমান বাংলাদেশ এয়ারলাইেন্সর মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকিল মেরাজ বলেন, বাতিল হওয়া ফ্লাইট দুটি বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিট ও ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট দু’টি ছেড়ে যাওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।