'বাংলাদেশ অবশ্যই বিপজ্জনক দল'

Published On : 10-Aug-2017 489 প্রকাশক : Kausaruzzam Murad

বোর্ডের সঙ্গে সব ঝামেলা মিটে গেছে ওয়ার্নার-স্মিথদের। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে কেটে গেছে সব শঙ্কাও।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ সফরে টাইগারদের সঙ্গে দুইটি টেস্ট খেলবে অজিরা।
তবে এর আগে মাশরাফিদের বেশ সমীহ করে কথা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। বললেন,'গত কয়েক বছরে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে। গত বছর ঘরের মাঠে টেস্টে তারা ইংল্যান্ডকে কুপোকাত করেছে। তারা অবশ্যই বিপজ্জনক দল। ’

পাশাপাশি দীর্ঘ দুই মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন বলেও জানালেন, ‘প্রায় দুই মাস ব্যাট হাতে নিইনি আমি, এটা আমার ক্ষেত্রে বিরল। কখনো এত দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলাম না, সুতরাং ব্যাট হাতে নিতে মুখিয়ে আছি আমি। ’

অন্যদিকে বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ডারউইনে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে অস্ট্রেলিয়া দল। নভেম্বরে ঘরে মাঠে আছে অ্যাশেজ সিরিজ। তবে বাংলাদেশ সিরিজকে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে দেখছেন না অসি অধিনায়ক, ‘আপনি এত আগে অ্যাশেজের প্রস্তুতি শুরু করতে পারবেন না; এটা এমন একটা সিরিজ যার অর্থ আমাদের কাছে অনেক। ’

Leave your comment