10-Aug-2017 697
বিপিএল থেকে বাদ পড়ল বরিশাল বুলস
Published On : 10-Aug-2017 536 প্রকাশক : Kausaruzzam Murad
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর থেকে বাদ পড়েছে বরিশাল বুলস। দলটির আর্থিক অসঙ্গতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার ঢাকা ক্লাবে সাংবাদিকদের এমনটিই জানান, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। ফলে এবারের আসরে আর অংশগ্রহণ করতে পারছেনা বুলস বাহিনী।
এদিকে বরিশাল এর আগে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা দিয়েছিল। তবে এখন যেহেতু দলই থাকছে না তবে মোস্তাফিজ কোথায় যাবেন?
এমন প্রশ্নের জবাবে সিনহা বলেন, ‘স্বাভাবিকভাবেই মোস্তাফিজ এখন বরিশালের ক্রিকেটার না। তবে বিপিএলের আসন্ন নিলামে তার নতুন দল ঠিক করা হবে। ’
বিপিএলে বিদেশি ক্রিকেটার চারজন না পাঁচজন খেলবে এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। তবে সিনহা জানান পাঁচজন বিদেশিই এবারের আসরে খেলবে।