৪০ হাজার যাত্রীর হজ অনিশ্চিত হতে পারে : মেনন

Published On : 05-Aug-2017 383 প্রকাশক : Md Shariful Islam

ই-ভিসা ও পরিবহন জটিলতা না কাটলে ৪০ হাজার যাত্রীর হজ পালনে সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান।

প্রসঙ্গত, ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটিসহ এখন পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

রাশেদ খান মেনন বলেন, ৪৫ হাজারের ভিসা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলো যাত্রী নিচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না।

এক্ষেত্রে বিমানের কিছু করার নেই জানিয়ে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আরও বলেন, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকেট তো আমরা আগেই রেখেছি।

Leave your comment