10-Aug-2017 732
বিদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় ই-পেমেন্ট সেবা

Published On : 10-Aug-2017 518 প্রকাশক : Kausaruzzam Murad
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ করার লক্ষ্যে আগামী নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে অর্থ আদান-প্রদান ব্যবস্থা চালু করতে যাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।
বিদেশি কর্মীদের পাসপোর্ট বা ভিসার জন্য নগদ অর্থ জমা দেয়ার পরিবর্তে ই-পেমেন্টের মাধ্যমে তা করতে পারবে।
অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেন, আগামী নভেম্বর মাস থেকে এই সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে অভিবাসন বিভাগের। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর মাধ্যমে সেবার মান উন্নত হবে। আমাদের কোনো কোনো অফিসে প্রতিদিন পাসপোর্ট এবং বিদেশী শ্রমিকদের ভিসার জন্য পরিশোধিত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ লাখ রিংগিত। সেবাটি চালু হলে কর্মকর্তাদের নগদ অর্থ নিরাপদে রাখার ঝামেলা পোহাতে হবে না। অনলাইন ব্যবস্থা চালু হলে এ ক্ষেত্রে জালিয়াতি বন্ধ হবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। পাশাপাশি জনগণও এটি থেকে উপকৃত হবে কারণ তারা এটি তাদের নিজেদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী করতে পারবে।