10-Aug-2017 733
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৪০০
.jpg)
Published On : 10-Aug-2017 421 প্রকাশক : Kausaruzzam Murad
সন্ত্রাসবিরোধী অভিযানে মালয়েশিয়ায় চারশোর বেশি মানুষকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে, এদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক।
প্রসঙ্গত, এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
জানা গেছে, রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তা আইয়ুব খান মাইদিন পিচায়কে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, 'বিদেশী কোনো সন্দেহভাজন ব্যক্তির সন্ত্রাসবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে কিনা, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে কেউ যুক্ত কিনা- তা আমরা খতিয়ে দেখবো এবং কিছু প্রমাণ হলে সে অনুযায়ী ব্যবস্থাও নেব। '
সূত্র: বিবিসি