এবার হোয়াটসঅ্যাপেও রঙিন স্ট্যাটাস!

Published On : 10-Aug-2017 466 প্রকাশক : Nabid Kauser Moon

ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও রঙিন স্ট্যাটাস পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। এমনই ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।


আর নতুন ফিচারটি খুব শিগগিরই চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এতে রঙিন ব্যাকগ্রাউন্ডে টেক্সট স্ট্যাটাস পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহারকারীরা।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য রঙিন স্ট্যাটাস পোস্ট করার ফিচার উন্মোচন করেছিল ফেসবুক। এর ফলে রঙিন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ফন্ট ও ইমোজিসংবলিত টেক্সট স্ট্যাটাস পোস্ট করতে পারেন ব্যবহারকারীরা, যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

এবার ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে। বর্তমানে ফিচারটি নিয়ে পরীক্ষা চলছে। শিগগিরই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য এ ফিচার চালু করা হবে বলে মনে করা হচ্ছে।

Leave your comment