10-Aug-2017 733
আইফোন ছাড়াই কাজ করবে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ

Published On : 05-Aug-2017 387 প্রকাশক : Md Shariful Islam
নতুন স্মার্টওয়াচ নিয়ে কাজ শুরু করেছে টেক জায়ান্ট অ্যাপল। জানা গেছে, নতুন এই অ্যাপল ওয়াচ আইফোনের সাথে পেয়ার করার প্রয়োজন পড়বে না। কেননা এই ডিভাইস সরাসরি এলটিই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারবে।
এ ব্যাপারে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি আগামী বছর থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অপারেটরদের ডিভাইসে এই অফার নিয়ে কথাও বলেছে। অ্যাপল ২০১৫ সালে প্রথম অ্যাপল ওয়াচ নিয়ে আসে, কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এই ডিভাইস বিক্রির সংখ্যা জানায়নি। তবে সম্প্রতি অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, অ্যাপল ওয়াচ বিশ্বে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টওয়াচ। তবে বিশ্লেষণে দেখা গেছে, পরিধেয় বাজারে চীনা প্রতিষ্ঠান শাওমি এবং সানফ্রান্সিসকো ভিত্তিক ফিটবিট এর তুলনায় পিছিয়ে রয়েছে অ্যাপল।
ব্লুমবার্গের প্রতিবেদনে আরো বলা হয়, নতুন ডিভাইসের মডেম তৈরি করবে ইন্টেল। তবে এ বিষয়ে অ্যাপল কোনো মন্তব্য করেনি।
সূত্র: দ্য ভার্জ, বিবিসি