10-Aug-2017 733
'বিচারপতি খায়রুল হক ৫ম ও ১৩তম সংশোধনীর রায়কে বিতর্কিত কর

Published On : 10-Aug-2017 421 প্রকাশক : Nabid Kauser Moon
বিচারপতি খায়রুল হক ৫ম ও ১৩তম সংশোধনীর রায়কেও বিতর্কিত করেছেন। আর এ কারণেই তিনি ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পূর্বপরিকল্পনার গন্ধ পাচ্ছেন বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
এসময় জয়নুল আবেদিন আরও বলেন, বিচারপতি এবিএম খায়রুল হক মুন সিনেমা হলের অধিগ্রহণ সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে উদ্দেশ্যমূলক, পূর্বপরিকল্পিত ও অপ্রাসঙ্গিকভাবে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ সময় বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।